চোরাই বাইক উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে রামু থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় আদালতের নির্দেশনা অনুযায়ী রামু থানা কম্পাউন্ডে বাইকের মালিক জাবেদ ইকবালের (২২) হাতে গাড়ি বুঝিয়ে দেন এসআই আব্দুল খালেক।
বাইকের মালিক জাবেদ ইকবাল বলেন, নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। চুরি হওয়া বাইক ফিরে পাবো কখনো বিশ্বাস হয়নি। এসআই আব্দুল খালেক বিচক্ষণতার সাথে আমার বাইকটি টেকনাফ থেকে উদ্ধার করেছিল। আজ বাইকটি ফিরে পেলাম। খুব ভালো লাগছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, গত ৩ মার্চ উপজেলার জোয়ারিয়ানালার বিকেএসপি এলাকা থেকে জাবেদ ইকবালের বাইকটি চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হলে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বাইকটি শনাক্ত করা হয়। পরে সোর্সের মাধ্যমে বাইকটি টেকনাফ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে । ইতিমধ্যে আদালতের নির্দেশনায় বাইকের মালিককে গাড়ি বুঝিয়ে দেয়া হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।