বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ কমপ্লেক্স চত্বর থেকে র্যালী বের হয়ে জনতা শপিং কমপ্লেক্স এসে মিলিত হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভা ছাত্রদলের সভাপতি সাইমুল হাসান জামশেদ। সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন।
এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার।বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।
এদিন সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে পৌরসভার ৯টি ওয়ার্ড ও স্কুল কলেজ থেকে ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ,ওয়ার্ডের সভাপতি, সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন