কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরী এলজি ৫ রাউন্ড কার্তুজ সহ দুইজন অস্ত্রধারী আটক।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ও পরিদর্শক প্রতুল কুমার শীল, উপ পরিদর্শক সমীরের নেতৃত্বে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ডস্থ ছনখোলা বাজার রোড হইতে সাম্পানঘাট জাহাঙ্গীর কাশেমের মাছের প্রোজেক্টের সম্মুখে দাড়াঁয়ে থাকা সিএনজি তল্লাশী করে অস্ত্র সহ ২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আসামীরা হলেন কক্সবাজারের লিংক রোড় মুহুরী পাড়া ০৪ নং ওয়ার্ড ঝিলংজা ইউনিয়ন পরিষদের বাসিন্দা বজল কবিরের ছেলে সিএনজি চালক আব্দু রহিম প্রঃ ইলিয়াস এবং একই এলাকার মৃতঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ ওসমান। তাদের তল্লাশী করে ২(দুই)টি দেশীয় তৈরি এলজি ০৫ রাউন্ড কার্তুজ ০১টি সিএনজি উদ্ধার করা হয়।
এর আগে জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন এবং আলামত সহ ০১ নং আসামী সিএনজি চালক আঃ রহিম প্রঃ ইলিয়াস(৩৮) কে গ্রেফতার করেন, পরবর্তীতে তাহার দেখানো মতে ০২ নং আসামী মোঃ ওসমান(৫৪) কে লিংক রোড হইতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান,এই ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।