কক্সবাজার-টেকনাফ মহাসড়কে আবারো ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে।
রবিবার (১৮ মে), সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উখিয়ার কোটবাজার সংলগ্ন চৌধুরীপাড়া রাস্তার মাথা এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে উখিয়ামুখী একটি পিকআপের সাথে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলে থাকা উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হাবিবুল্লাহর পুত্র মোহাম্মদ জুনাইদ (২৫)।
গুরুতর আহত অবস্থায় দূর্ঘটনায় পতিত মোটরসাইকেলের আরো দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করলে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
পিকআপের চালক দূর্ঘটনার পরপর পালিয়ে যায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘ পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের লাশ উখিয়া থানায় নেওয়া হয়েছে। ‘
এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।