ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ পিস ইয়াবা উদ্ধার: আটক ১৭ জন অর্থাভাবে চিকিৎসা বন্ধ হওয়া শিশু তৌহিদের জন্য ২০’হাজার টাকা অর্থসহায়তা পাঠালো উত্তর নলবিলা প্রবাসী ফাউন্ডেশন ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের ৭৫-এ কবরী: তিন দিনব্যাপী উৎসব সমাবেশে যোগ দিতে জামায়াতকে এক জোড়া স্পেশাল ট্রেন বরাদ্দ রেলওয়ে কর্তৃপক্ষের জুমার দিনের আমল রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: ভেঙ্গে দেয়া হলো ডাকাত নবী হোসেনের আস্তানা `সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আওয়ামী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা করেছে’ তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবার হারালো বাংলাদেশ কারফিউর মেয়াদ বাড়ায় রাতে গোপালগঞ্জে সুনসান নিরবতা ভাইয়ের বিয়ের বাজার করে ফিরছিলেন তরুণী, সড়ক দুর্ঘটনায় ঝরলো প্রাণ বিএনপি থেকে সংসদ নির্বাচন করতে চান ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান চকরিয়ার ফের সড়ক দূর্ঘটনায় একজন নিহত প্লাস্টিকের অদৃশ্য দূষণকে দৃশ্যমান করা হবে যেখানে “কক্সবাজার গোপালগঞ্জ না, এটি আন্তর্জাতিক শহর”

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার

চলতি (২০২৪-২৫) অর্থবছরের সদ্যবিদায়ী নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। অক্টোবরে এসেছিল ২৩৯ কোটি ৫১ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। নভেম্বরের ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। ১০ থেকে ১৬ নভেম্বর দেশের প্রবাসী আয় এসেছে ৬০ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

ট্যাগ :

সেন্টমার্টিনে ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ পিস ইয়াবা উদ্ধার: আটক ১৭ জন

This will close in 6 seconds

নভেম্বরে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার

আপডেট সময় : ১২:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

চলতি (২০২৪-২৫) অর্থবছরের সদ্যবিদায়ী নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। অক্টোবরে এসেছিল ২৩৯ কোটি ৫১ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। নভেম্বরের ১৭ থেকে ২৩ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ১২ লাখ ২০ হাজার ডলার। ১০ থেকে ১৬ নভেম্বর দেশের প্রবাসী আয় এসেছে ৬০ কোটি ১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

এর আগে, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।