মহেশখালীবাসীর জন্য মহেশখালী গোরকঘাটায় (ঘাট সংলগ্ন) কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। উক্ত অফিস থেকে সর্বসাধারণ কউকের ভূমি ব্যবহার ছাড়পত্র, ভবনের নকশা অনুমোদন, ঠিকাদার নিবন্ধন, প্রকৌশলী বা ডেভেলপার নিবন্ধন, ইত্যাদি সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। এছাড়া বিল্ডিং এর অনুমোদনসহ অন্যান্য সকল কাজে মহেশখালীবাসিকে আর কউক অফিস ভবনে যেতে হবে না ফলে বাচঁবে সময় ও অর্থ।
গত ০১ ফেব্রুয়ারি কউক জোনাল অফিস উদ্বোধন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার। উদ্বোধনকালে কউক চেয়ারম্যান পাহাড়ী দ্বীপ উপজেলা মহেশখালীর পরিকল্পিত উন্নয়নে কউক জোনাল অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কউকের সদস্য (প্রকৌশল), সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।