ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর! শিক্ষকের মর্যাদা, শিক্ষার মান- দুটোই হোক সর্বোচ্চ অগ্রাধিকার সব প্রস্তুতি নিয়েও যেকারণে আন্তর্জাতিক ফ্লাইটে দেরি কক্সবাজার বিমানবন্দর ‘কুকুর’ ধরলো রাজমিস্ত্রীর ইয়াবা টেকনাফে মানব পাচারে ‘জিরো টলারেন্স’ বলছে বিজিবি পালংখালী জামায়াতের কর্মী সমাবেশে জেলা আমীর আনোয়ারী-ষড়যন্ত্র মোকাবেলা করে দাঁড়ি পাল্লার বিজয়ে ঐক্যবদ্ধ হোন টেকনাফে ১৪ মামলার পলাতক আসামী মুন্না র‍্যাবের হাতে গ্রেফতার বিএফইউজে’র নির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র কমিটি অনুমোদন কক্সবাজার সৈকতে ‘লোক সমুদ্র’ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে কক্সবাজারে ৫টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর নারী নেতৃত্বকে জাতির গৌরব বললেন লুৎফুর রহমান কাজল কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা গড়ার বদলে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত

কক্সবাজার সিভিল সোসাইটি’র কমিটি গঠন: সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সম্পাদক- নাছির উদ্দীন

দীর্ঘ এক যুগ পর সমন্বয়ে গঠিত হয়েছে কক্সবাজার সিভিল সোসাইটি’র নতুন কমিটি। মঙ্গলবার বিকেলে সদস্যদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ছাড়াও ১১ টি উপকমিটি গঠন করা হয়। যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন  হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  সংগঠনের প্রতিষ্ঠাতা আবু মোরশেদ চৌধুরী ও সদস্য সচিব শিক্ষাবিদ নাসির উদ্দিন। এছাড়াও নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে অধ্যাপিকা শিরিন নূর ও অ্যাডভোকেট রমিজ আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদ হাসান সাগর।

উল্লেখ্য আবু মোরশেদ চৌধুরী’র উদ্যোগে  ২০০৭ সালে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে  সিসিএস এর যাত্রা শুরু হলেও নানান কারণে বিগত কয়েক বছর যাবত  এর কার্যক্রম তেমন পরিলক্ষিত হয়নি।

সর্বশেষ ২৮ জানুয়ারী ২০২৫ সেক্টর ভিত্তিক গবেষণা এবং পাবলিকেশনকে প্রাধান্য দিয়ে পূণরায় নির্বাহী কমিটি গঠন করা হয়, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ২ বছর।

নির্বাহী কমিটির অধীনে সংগঠনের কার্যাবলিকে গতিশীল করার জন্য ১১ টি উপকমিটি করা হয়। যে কমিটিগুলো বিষয় ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণের উপায় নিয়ে কাজ করবে।

উপকমিটিগুলো যথাক্রমে-
১। পর্যটন বিষয়ক উপকমিটি: প্রধান- মঈনুল হাসান পলাশ, সদস্য মোহাম্মদ আলী ও আবু ফারহান।
২। পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপকমিটি: প্রধান- ইব্রাহিম খলিল মামুন, সদস্য- অ্যাড. আব্দুল শুক্কুর ও এইচএম নজরুল ইসলাম।
৩। মৎস্য ও লবণ শিল্প বিষয়ক উপকমিটি: প্রধান- আবিদ হাসান সাগর, সদস্য- উদয় শংকর পাল মিঠু ও শেখ আসিফুজ্জানান।
৪। শরণার্থী বিষয়ক উপকমিটি: প্রধান- আজিম নিহাদ, সদস্য- বিমল দে সরকার ও কায়সার হামিদ।
৫। আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটি: প্রধান- অ্যাড. সিজান এহেসান, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও এইচএম নজরুল ইসলাম।
৬। মিডিয়া ও মনিটরিং সেল: এইচএম নজরুল ইসলাম, সদস্য- আজিম নিহাদ ও সৌরভ দেব।
৭। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপকমিটি: প্রধান- অজিত দাশ, সদস্য- অধ্যাপক উথুংয়াই রাখাইন, শামীম আকতার ও তামান্না নওরীন।
৮। মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপকমিটি: প্রধান- নাজের সিদ্দিক, সদস্য- জাহাঙ্গীর হাসান ও প্রজ্ঞানন্দ ভিক্ষু।
৯। গবেষণা সেল: প্রধান- সৌরভ দেব, সদস্য- কায়সার হামিদ, সিজান এহেছান ও আজিম নিহাদ।
১০। মাদক ও মানবপাচার বিষয়ক উপকমিটি: প্রধান- আব্দুল শুক্কুর, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও কায়সার হামিদ।
১১। দপ্তর সেল: প্রধান- নাসির উদ্দিন, সদস্য- আজিম নিহাদ ও আবিদ হাসান সাগর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কানের দুলের জন্যে প্রাণ কেড়ে নিলো কন্যা শি’শুর!

This will close in 6 seconds

কক্সবাজার সিভিল সোসাইটি’র কমিটি গঠন: সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সম্পাদক- নাছির উদ্দীন

আপডেট সময় : ০৩:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

দীর্ঘ এক যুগ পর সমন্বয়ে গঠিত হয়েছে কক্সবাজার সিভিল সোসাইটি’র নতুন কমিটি। মঙ্গলবার বিকেলে সদস্যদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ছাড়াও ১১ টি উপকমিটি গঠন করা হয়। যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন  হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  সংগঠনের প্রতিষ্ঠাতা আবু মোরশেদ চৌধুরী ও সদস্য সচিব শিক্ষাবিদ নাসির উদ্দিন। এছাড়াও নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে অধ্যাপিকা শিরিন নূর ও অ্যাডভোকেট রমিজ আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদ হাসান সাগর।

উল্লেখ্য আবু মোরশেদ চৌধুরী’র উদ্যোগে  ২০০৭ সালে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে  সিসিএস এর যাত্রা শুরু হলেও নানান কারণে বিগত কয়েক বছর যাবত  এর কার্যক্রম তেমন পরিলক্ষিত হয়নি।

সর্বশেষ ২৮ জানুয়ারী ২০২৫ সেক্টর ভিত্তিক গবেষণা এবং পাবলিকেশনকে প্রাধান্য দিয়ে পূণরায় নির্বাহী কমিটি গঠন করা হয়, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ২ বছর।

নির্বাহী কমিটির অধীনে সংগঠনের কার্যাবলিকে গতিশীল করার জন্য ১১ টি উপকমিটি করা হয়। যে কমিটিগুলো বিষয় ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণের উপায় নিয়ে কাজ করবে।

উপকমিটিগুলো যথাক্রমে-
১। পর্যটন বিষয়ক উপকমিটি: প্রধান- মঈনুল হাসান পলাশ, সদস্য মোহাম্মদ আলী ও আবু ফারহান।
২। পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপকমিটি: প্রধান- ইব্রাহিম খলিল মামুন, সদস্য- অ্যাড. আব্দুল শুক্কুর ও এইচএম নজরুল ইসলাম।
৩। মৎস্য ও লবণ শিল্প বিষয়ক উপকমিটি: প্রধান- আবিদ হাসান সাগর, সদস্য- উদয় শংকর পাল মিঠু ও শেখ আসিফুজ্জানান।
৪। শরণার্থী বিষয়ক উপকমিটি: প্রধান- আজিম নিহাদ, সদস্য- বিমল দে সরকার ও কায়সার হামিদ।
৫। আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটি: প্রধান- অ্যাড. সিজান এহেসান, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও এইচএম নজরুল ইসলাম।
৬। মিডিয়া ও মনিটরিং সেল: এইচএম নজরুল ইসলাম, সদস্য- আজিম নিহাদ ও সৌরভ দেব।
৭। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপকমিটি: প্রধান- অজিত দাশ, সদস্য- অধ্যাপক উথুংয়াই রাখাইন, শামীম আকতার ও তামান্না নওরীন।
৮। মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপকমিটি: প্রধান- নাজের সিদ্দিক, সদস্য- জাহাঙ্গীর হাসান ও প্রজ্ঞানন্দ ভিক্ষু।
৯। গবেষণা সেল: প্রধান- সৌরভ দেব, সদস্য- কায়সার হামিদ, সিজান এহেছান ও আজিম নিহাদ।
১০। মাদক ও মানবপাচার বিষয়ক উপকমিটি: প্রধান- আব্দুল শুক্কুর, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও কায়সার হামিদ।
১১। দপ্তর সেল: প্রধান- নাসির উদ্দিন, সদস্য- আজিম নিহাদ ও আবিদ হাসান সাগর।