ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ মহেশখালীর গোরকঘাটায় পাওয়া যাবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সব সেবা সংঘবদ্ধ ধর্ষণসহ ২৮ মামলার আসামী আশিক গ্রেফতার দেশে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ মহেশখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ফাঁসির ৯ আসামিসহ সবাই খালাস বিজ্ঞাপনী সংস্থা কক্স এ্যাড ও ফাহিম এ্যাড এর মালিক আবছার,হারুন ও জাহেদ এর বিরুদ্ব্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ রমজানে পণ্য মূল্যের কোন ব্যত্যয় হবে না- বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন কেন নয়: হাইকোর্টের রুল যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত ঘুরে দেখলেন রোহিঙ্গা ক্যাম্প বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তার লকার ফ্রিজ করতে গভর্নরকে দুদকের চিঠি দেশে ক্যানসার চিকিৎসা এখনও অপ্রতুল শাবান মাসে নফল রোজা রাখবেন যেভাবে বিপিএলে যেমন খেলছেন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডের ১৫ তারকা

কক্সবাজার সিভিল সোসাইটি’র কমিটি গঠন: সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সম্পাদক- নাছির উদ্দীন

দীর্ঘ এক যুগ পর সমন্বয়ে গঠিত হয়েছে কক্সবাজার সিভিল সোসাইটি’র নতুন কমিটি। মঙ্গলবার বিকেলে সদস্যদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ছাড়াও ১১ টি উপকমিটি গঠন করা হয়। যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন  হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  সংগঠনের প্রতিষ্ঠাতা আবু মোরশেদ চৌধুরী ও সদস্য সচিব শিক্ষাবিদ নাসির উদ্দিন। এছাড়াও নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে অধ্যাপিকা শিরিন নূর ও অ্যাডভোকেট রমিজ আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদ হাসান সাগর।

উল্লেখ্য আবু মোরশেদ চৌধুরী’র উদ্যোগে  ২০০৭ সালে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে  সিসিএস এর যাত্রা শুরু হলেও নানান কারণে বিগত কয়েক বছর যাবত  এর কার্যক্রম তেমন পরিলক্ষিত হয়নি।

সর্বশেষ ২৮ জানুয়ারী ২০২৫ সেক্টর ভিত্তিক গবেষণা এবং পাবলিকেশনকে প্রাধান্য দিয়ে পূণরায় নির্বাহী কমিটি গঠন করা হয়, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ২ বছর।

নির্বাহী কমিটির অধীনে সংগঠনের কার্যাবলিকে গতিশীল করার জন্য ১১ টি উপকমিটি করা হয়। যে কমিটিগুলো বিষয় ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণের উপায় নিয়ে কাজ করবে।

উপকমিটিগুলো যথাক্রমে-
১। পর্যটন বিষয়ক উপকমিটি: প্রধান- মঈনুল হাসান পলাশ, সদস্য মোহাম্মদ আলী ও আবু ফারহান।
২। পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপকমিটি: প্রধান- ইব্রাহিম খলিল মামুন, সদস্য- অ্যাড. আব্দুল শুক্কুর ও এইচএম নজরুল ইসলাম।
৩। মৎস্য ও লবণ শিল্প বিষয়ক উপকমিটি: প্রধান- আবিদ হাসান সাগর, সদস্য- উদয় শংকর পাল মিঠু ও শেখ আসিফুজ্জানান।
৪। শরণার্থী বিষয়ক উপকমিটি: প্রধান- আজিম নিহাদ, সদস্য- বিমল দে সরকার ও কায়সার হামিদ।
৫। আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটি: প্রধান- অ্যাড. সিজান এহেসান, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও এইচএম নজরুল ইসলাম।
৬। মিডিয়া ও মনিটরিং সেল: এইচএম নজরুল ইসলাম, সদস্য- আজিম নিহাদ ও সৌরভ দেব।
৭। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপকমিটি: প্রধান- অজিত দাশ, সদস্য- অধ্যাপক উথুংয়াই রাখাইন, শামীম আকতার ও তামান্না নওরীন।
৮। মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপকমিটি: প্রধান- নাজের সিদ্দিক, সদস্য- জাহাঙ্গীর হাসান ও প্রজ্ঞানন্দ ভিক্ষু।
৯। গবেষণা সেল: প্রধান- সৌরভ দেব, সদস্য- কায়সার হামিদ, সিজান এহেছান ও আজিম নিহাদ।
১০। মাদক ও মানবপাচার বিষয়ক উপকমিটি: প্রধান- আব্দুল শুক্কুর, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও কায়সার হামিদ।
১১। দপ্তর সেল: প্রধান- নাসির উদ্দিন, সদস্য- আজিম নিহাদ ও আবিদ হাসান সাগর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

This will close in 6 seconds

কক্সবাজার সিভিল সোসাইটি’র কমিটি গঠন: সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সম্পাদক- নাছির উদ্দীন

আপডেট সময় : ০৩:২২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

দীর্ঘ এক যুগ পর সমন্বয়ে গঠিত হয়েছে কক্সবাজার সিভিল সোসাইটি’র নতুন কমিটি। মঙ্গলবার বিকেলে সদস্যদের মতামতের ভিত্তিতে ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ছাড়াও ১১ টি উপকমিটি গঠন করা হয়। যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন  হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  সংগঠনের প্রতিষ্ঠাতা আবু মোরশেদ চৌধুরী ও সদস্য সচিব শিক্ষাবিদ নাসির উদ্দিন। এছাড়াও নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে অধ্যাপিকা শিরিন নূর ও অ্যাডভোকেট রমিজ আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদ হাসান সাগর।

উল্লেখ্য আবু মোরশেদ চৌধুরী’র উদ্যোগে  ২০০৭ সালে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে  সিসিএস এর যাত্রা শুরু হলেও নানান কারণে বিগত কয়েক বছর যাবত  এর কার্যক্রম তেমন পরিলক্ষিত হয়নি।

সর্বশেষ ২৮ জানুয়ারী ২০২৫ সেক্টর ভিত্তিক গবেষণা এবং পাবলিকেশনকে প্রাধান্য দিয়ে পূণরায় নির্বাহী কমিটি গঠন করা হয়, যার মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ২ বছর।

নির্বাহী কমিটির অধীনে সংগঠনের কার্যাবলিকে গতিশীল করার জন্য ১১ টি উপকমিটি করা হয়। যে কমিটিগুলো বিষয় ভিত্তিক সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তোরণের উপায় নিয়ে কাজ করবে।

উপকমিটিগুলো যথাক্রমে-
১। পর্যটন বিষয়ক উপকমিটি: প্রধান- মঈনুল হাসান পলাশ, সদস্য মোহাম্মদ আলী ও আবু ফারহান।
২। পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপকমিটি: প্রধান- ইব্রাহিম খলিল মামুন, সদস্য- অ্যাড. আব্দুল শুক্কুর ও এইচএম নজরুল ইসলাম।
৩। মৎস্য ও লবণ শিল্প বিষয়ক উপকমিটি: প্রধান- আবিদ হাসান সাগর, সদস্য- উদয় শংকর পাল মিঠু ও শেখ আসিফুজ্জানান।
৪। শরণার্থী বিষয়ক উপকমিটি: প্রধান- আজিম নিহাদ, সদস্য- বিমল দে সরকার ও কায়সার হামিদ।
৫। আইনশৃঙ্খলা বিষয়ক উপকমিটি: প্রধান- অ্যাড. সিজান এহেসান, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও এইচএম নজরুল ইসলাম।
৬। মিডিয়া ও মনিটরিং সেল: এইচএম নজরুল ইসলাম, সদস্য- আজিম নিহাদ ও সৌরভ দেব।
৭। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপকমিটি: প্রধান- অজিত দাশ, সদস্য- অধ্যাপক উথুংয়াই রাখাইন, শামীম আকতার ও তামান্না নওরীন।
৮। মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপকমিটি: প্রধান- নাজের সিদ্দিক, সদস্য- জাহাঙ্গীর হাসান ও প্রজ্ঞানন্দ ভিক্ষু।
৯। গবেষণা সেল: প্রধান- সৌরভ দেব, সদস্য- কায়সার হামিদ, সিজান এহেছান ও আজিম নিহাদ।
১০। মাদক ও মানবপাচার বিষয়ক উপকমিটি: প্রধান- আব্দুল শুক্কুর, সদস্য- অ্যাড. সাকি এ কাউসার ও কায়সার হামিদ।
১১। দপ্তর সেল: প্রধান- নাসির উদ্দিন, সদস্য- আজিম নিহাদ ও আবিদ হাসান সাগর।