কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ‘কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে গাঙচিল প্রতীকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন উখিয়ার মোর্তজা হোছাইন শাফি, ঝাউগাছ প্রতীকে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় মহেশখালীর মো. এমরান খান এবং সাংগঠনিক সম্পাদক পদে পান প্রতীকে নির্বাচিত হয়েছেন চকরিয়ার রিদুয়ান ইসলাম রানা।
আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জয়নাল উদ্দীন।