কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়ন দশ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে টেকনাফ সরকারি কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া – টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, টেকনাফ একটি সম্ভাবনাময় এলাকা হওয়া সত্ত্বেও নানা কারণে এই এলাকার মানুষকে কর্মহীন হয়ে অভাব অনটনে দিনাতিপাত করতে হচ্ছে। শাহপরীর দ্বীপ গবাদি পশুর করিডোর, টেকনাফ স্থলবন্দর, সেন্টমার্টিন পর্যটন সীমাবদ্ধতা এবং সিন্ডিকেট ব্যবসায়ের কারণে এক প্রকার জোর করে মানুষকে কর্মহীনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ কারণে টেকনাফে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। ক্রসফায়ার দিয়ে চেষ্টা করা হয়েছে মাদক নির্মূলে। কিন্তু সম্ভব হয়নি। আগামী নির্বাচনে আমাকে জয়যুক্ত করলে মানুষের জন্য বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে।
টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মুহাম্মদ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, এনসিপির উপজেলা সমন্বয়ক সায়েম সিকদার , বাহা উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান প্রমূখ।
এদিকে সন্ধ্যা ছয়টার দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে আরেকটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ পথসভায় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনাদের সহযোগীতায়, আপনাদের দোয়ায়, আপনাদের ভোট নিয়ে আমরা যদি এদেশ পরিচালনার সুযোগ পাই ইনশাআল্লাহ বাংলাদেশকে সকল আবর্জনা মুক্ত করে একটি সম্মানজনক সফল রাষ্ট্রে পরিণত করা হবে।
সাংবাদ বিজ্ঞপ্তি: 





















