কক্সবাজার-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেছেন, ‘ উখিয়া-টেকনাফ থেকে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। গত ১৭ বছরে আমরা যা দেখেছি সেই ১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস এক্সিট করেছে। মানুষ সব বুঝে বলে পরিবর্তন চায়।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে প্রথম নির্বাচনী পথসভায় তিনি আরো বলেন, ‘ আগামীতে দাঁড়িপাল্লার বিজয়ে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি-দুঃশাসন মুক্ত করা হবে।’
এসময় উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমির আনোয়ারী টেকনাফের হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান পদ ছেড়ে এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক: 























