ব্রাহ্মণবাড়িয়া–২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার(২১ জানুয়ারী) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের অন্তর্ভুক্ত সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষে তার হাতে ‘হাঁস’ প্রতীক তুলে দেওয়া হয়।
২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে এই প্রতীকেই ভোটযুদ্ধে নামবেন। প্রতীক বরাদ্দের পর তিনি নির্বাচনী মাঠে সক্রিয় প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আলহামদুলিল্লাহ আমি হাস প্রতীক পেয়েছি, জনগণের ভোটে আমি নির্বাচিত হবো ইনশা আল্লাহ।
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রতীক বরাদ্দকে ঘিরে ইতিমধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সূত্র: দৈনিক জনকণ্ঠ
টিটিএন ডেস্ক: 





















