ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবিবার শহরের যে সব এলাকায় বিদ্যুত থাকবে না সাংবাদিক এস. এম. হান্নান শাহের জানাজা রাত ৮ টায় চকরিয়ার বাটাখালীতে আজকের বাজারে সোনার দাম আপিলে প্রার্থীতা ফিরে পেলেন সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’- চসিক মেয়র কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা বলছে আইন শাহপরীরদ্বীপ বেড়ীবাঁধে কিশোরীর লাশ কক্সবাজারে যেভাবে গ্রেফতার হলো ‘প্রশ্নফাঁস’ চক্রের দুই সদস্য কুতুব‌দিয়ায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে যুব‌কের মৃত‌্যু মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে উখিয়ায় দুই ভাইয়ের পাহাড় নিধন: একই জায়গায় আবারো শ্রমিকের মৃত্যু স্থান ও কৌশল বদল প্রশ্ন ফাঁস চক্রের,ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে : আটক চক্রের ৮ সদস্য কুতুবদিয়ায় বোটডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার-নিখোঁজ ১ পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

স্থান ও কৌশল বদল প্রশ্ন ফাঁস চক্রের,ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে : আটক চক্রের ৮ সদস্য

কক্সবাজারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর মুখস্থ করছে পরীক্ষার্থীরা। টিটিএন এর হাতে আসা এক ভিডিও ক্লিপে দেখা যায় শহরের বায়তুশ শরফ কেন্দ্রের পার্শ্ববর্তী মসজিদে ও কেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীরা জড়ো হয়ে ফাঁস হওয়া প্রশ্নের কাগজে লেখা উত্তর মুখস্থ করছেন।

এর আগে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের তিনটি সক্রিয় চক্র কক্সবাজারে অবস্থান করছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত নিয়ে সংবাদ প্রকাশ করে টিটিএন।

সূত্র জানায়, এই সংবাদ প্রকাশের পর থেকে চক্রটি নিজেদের কৌশল ও স্থান পরিবর্তন করছে। শহরের বিভিন্ন জায়গায় চক্রটি গতকাল থেকে সক্রিয় ছিলো। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার সংবাদ পাওয়া যায়নি।

প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগকে ঘিরে কক্সবাজারসহ সারাদেশে ছড়িয়ে পড়া প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) পরীক্ষা শুরুর আগে দুপুর ১ টার দিকে নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের এই ৮ সদস্যকে আটক করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে সারাদেশে এই চক্রের সদস্যরা ছড়িয়ে পড়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে এই ৮ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড বলেও জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এরমধ্যে কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ১২৩ পদের বিপরীতে ১৫ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পুরো দেশে এই পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

টিটিএনে এ নিয়ে সংবাদ প্রকাশের পর চক্রের সদস্যরা স্থান ও কৌশল পরিবর্তন করে আসছিল। তবে পরীক্ষা শুরুর আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর কাগজে লিখে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা জড়ো হয়ে মুখস্থ করার অনুসন্ধানী ভিডিও ক্লিপ প্রকাশ করেছে টিটিএন। এ নিয়ে টিটিএনের অনুসন্ধান অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

স্থান ও কৌশল বদল প্রশ্ন ফাঁস চক্রের,ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে : আটক চক্রের ৮ সদস্য

আপডেট সময় : ০৩:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

কক্সবাজারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর মুখস্থ করছে পরীক্ষার্থীরা। টিটিএন এর হাতে আসা এক ভিডিও ক্লিপে দেখা যায় শহরের বায়তুশ শরফ কেন্দ্রের পার্শ্ববর্তী মসজিদে ও কেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীরা জড়ো হয়ে ফাঁস হওয়া প্রশ্নের কাগজে লেখা উত্তর মুখস্থ করছেন।

এর আগে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের তিনটি সক্রিয় চক্র কক্সবাজারে অবস্থান করছে বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত নিয়ে সংবাদ প্রকাশ করে টিটিএন।

সূত্র জানায়, এই সংবাদ প্রকাশের পর থেকে চক্রটি নিজেদের কৌশল ও স্থান পরিবর্তন করছে। শহরের বিভিন্ন জায়গায় চক্রটি গতকাল থেকে সক্রিয় ছিলো। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করার সংবাদ পাওয়া যায়নি।

প্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগকে ঘিরে কক্সবাজারসহ সারাদেশে ছড়িয়ে পড়া প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) পরীক্ষা শুরুর আগে দুপুর ১ টার দিকে নওগাঁর একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের এই ৮ সদস্যকে আটক করা হয়।

জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে সারাদেশে এই চক্রের সদস্যরা ছড়িয়ে পড়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ। অভিযানে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে এই ৮ জনকে শনাক্ত করা হয়। যার মধ্যে তিনজন মাস্টারমাইন্ড বলেও জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এরমধ্যে কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ১২৩ পদের বিপরীতে ১৫ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পুরো দেশে এই পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী।

টিটিএনে এ নিয়ে সংবাদ প্রকাশের পর চক্রের সদস্যরা স্থান ও কৌশল পরিবর্তন করে আসছিল। তবে পরীক্ষা শুরুর আগে ফাঁসকৃত প্রশ্নের উত্তর কাগজে লিখে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীরা জড়ো হয়ে মুখস্থ করার অনুসন্ধানী ভিডিও ক্লিপ প্রকাশ করেছে টিটিএন। এ নিয়ে টিটিএনের অনুসন্ধান অব্যাহত আছে।