কক্সবাজার – আজ ২৮ ডিসেম্বর ২০২৪, কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্ট এর হলরুমে কোর্স ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এআইটি পরিচালিত “সাপোর্টিং স্কিলস ডেভেলপমেন্ট ফর দ্যা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি” প্রকল্পের আওতায় এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল প্রকৌশলী প্রদ্বীপ্ত খীসা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার হোটেল-মোটেল আফিসার্স এ্যাসোসিয়েশনের সেক্রেটারী আওলাদ হোসাইন, সন্মানীত অতিথি হিসেব বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রধান প্রফেসর মাইনুল হাসান পলাশ, ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের সিনিয়র ম্যানেজার আবু সুফিয়ান এবং এআইটির চেয়ারম্যান নাজমুল করিম ফারুক ।
অনুষ্ঠানে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরের জন্য প্রণীত মোট ৭টি কাষ্টমাইজড কোর্সের ড্রাফ্ট উপস্থাপন করে মূল্যবান ফিডব্যাক গ্রহণ করেন এআইটির কোর্স কনসালট্যান্ট আব্দুল হাই সিদ্দিকী।
অনুষ্ঠানে সরকারী,বেসরকারী, ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ড্রাফ্ট কারিকুলামের উপর মুল্যবান ফীডব্যাক দেন যা কক্সবাজারের এই সেক্টরের কর্মীদের কাজের দক্ষতা উন্নয়নে অত্যন্ত ফলপসূ কোর্স কারিকুলাম তৈরীতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বক্তারা বলেন, পর্যটন শিল্পের বিকাশে দক্ষ কর্মী তৈরিতে এআইটির এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। কক্সবাজারে তারকা মানের হোটেল নির্মাণের প্রস্তুতির সঙ্গে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে। এ ধরনের প্রশিক্ষণ আরও বিস্তৃত হলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং বিদেশি পর্যটকদের আরও আকৃষ্ট করা সম্ভব হবে।
সুইজারল্যান্ড এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইসকন্টাক্টের যৌথ সহায়তায় বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় এবং এআইটির সহায়তায় প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।