পতিত আওয়ামী আমলের প্রতাপশালী সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের তাকে বলেছিলেন ‘মাসুদ ভালো হয়ে যাও।’
এই মন্তব্য হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার খোরাক যা এখনো ভাইরাল এবং মাসুদ নামধারী লোকেরা পান থেকে চুন কষালে আজো পড়েন বিড়ম্বনায়।
বিআরটিএ এর সেই কর্মকর্তা মাসুদ আলম তখন ছিলেন উপ-পরিচালক এখন পদোন্নতি পেয়ে চট্টগ্রাম বিভাগে সংস্থাটির পরিচালক (প্রকৌশল) হিসেবে দায়িত্বরত।
শনিবার (২০ ডিসেম্বর) তার দেখা মিলল কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে সরকারি অনুদান প্রদানের অনুষ্ঠানে।
মাসুদকে তখন উপস্থিত অনেকেই হয়তো চিনতে পেরেছেন আবার অনেকেই সাধারণ কর্মকর্তাই মনে করেছেন।
তবে অনুষ্ঠানের একটি ছবি ফেসবুকে প্রচারে এলে অনেক নেটিজেন রসিকতায় বলেছেন, তিনি কি ভালো হয়ে গেছেন?
জ্যেষ্ঠ প্রতিবেদক 



















