১৬ ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে একটি মিছিল কে কেন্দ্র করে আওয়ামী নেতাকর্মীদের আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
জানা যায় ,১৬ ডিসেম্বর সকাল ৬ টা ২০ মিনিটে চৌফলদন্ডিতে মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার এএসআই খোকন বড়ুয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়,গেলো ১৬ ডিসেম্বর সকালে চৌফলন্ডী ইউনিয়নে
সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে তালিকাভুক্ত বাংলাদেশ ছাত্রলীগ,আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠন একটি ঝটিকা মিছিল বের করে যেখানে আসামীরা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত থেকে এবং অর্থ সহায়তা দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপরাধে মামলাটি দায়ের হয়।
মামলায় কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল,উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবু,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও মারফ আদনান, যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, সাবেক এমপি প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র টেকনাফের হ্নীলার তারেক মাহমুদ রনি,সদর উপজেলা আওয়ামীলীগের নেতা বদিউল আলম আমীর, জেলা তাতীলীগের নেতা নুরুল হুদা,চৌফলদন্ডি আওয়ামীলীগের নেতাকর্মীসহ ৩৩ জনের নাম উল্লেখ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 





















