কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকায় নতুন সামাজিক সংগঠন “আলোকিত ছাত্র ও যুব কল্যাণ সমাজ” সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। এটি একটি সামাজিক সংগঠন, যা সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।
সংগঠনটি ইতোপূর্বে বিভিন্ন সামাজিক কর্মসূচি পরিচালনা করেছে। চলতি বছরের ২০ মে তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। ২৭ জুন বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। এছাড়াও সংগঠনটি নিয়মিত দুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদান, রক্তদান কর্মসূচি, ইফতার মাহফিল আয়োজন এবং মাদকবিরোধী প্রচারণা পরিচালনা করে আসছে।
নির্বাচনের পূর্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যার আহ্বায়ক ছিলেন সরওয়ার হোসেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রণক বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিনহাজুল ওয়াহিদ ছোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন, যা উপদেষ্টা ও পরিচালক দ্বারা অনুমোদিত হয়।
নির্বাচন পরিচালনা করেন সংগঠনের পরিচালক: হামিদ হোসেন, সুমন বড়ুয়া, শেফায়েত উল্লাহ ও মামুন বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজী আবু তাহের (প্রধান উপদেষ্টা), সুখেন্দু বড়ুয়া এবং নিরঞ্জন দাশ।
কমিটির পূর্ণাঙ্গ সদস্যবৃন্দ:
সভাপতি: প্রণক বড়ুয়া
সহ সভাপতি: সানিকুল আলম ইসান
সাধারণ সম্পাদক: মিনহাজুল ওয়াহিদ ছোট
সহ সাধারণ সম্পাদক: আরমান আহমদ শুভ
সাংগঠনিক সম্পাদক: তারেক বিন সুলতান
সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ তারেক জিয়া
অর্থ সম্পাদক: রিফাতুল ইসলাম
সহ অর্থ সম্পাদক: মোঃ শাকিল
দপ্তর সম্পাদক: সোহান
সহ দপ্তর সম্পাদক: মোহাম্মদ সিফাত
প্রচার সম্পাদক: বাবলা বড়ুয়া
সহ প্রচার সম্পাদক: নজরুল ইসলাম সোহেল
সমাজ কল্যাণ সম্পাদক: সাইফুজ্জামান সাগর
সহ সমাজ কল্যাণ সম্পাদক: আরিফুর রহমান
শিক্ষা ও ক্রীড়া সম্পাদক: মোঃ শাহনেওয়াজ
সহ শিক্ষা ও ক্রীড়া সম্পাদক: নিরুধ বড়ুয়া
কার্যকরী সদস্যবৃন্দ:
কায়েম উদ্দিন • নয়ন দাশ • রাকিবুল ইসলাম নয়ন • সাইফুল ইসলাম তোহা • রাকিবুল ইসলাম
সংগঠনটির এই কার্যক্রম স্থানীয় সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সভাপতি প্রণক বড়ুয়া বলেন, আমরা অত্যন্ত আনন্দিত স্থানীয় ইয়ুথদের নিয়ে একটি সামাজিক সংগঠনের যাত্রা শুরু করতে পেরে। প্রকৃতপক্ষে অনেক আশাবাদী আমাদের এই প্রিয় সংগঠন নিয়ে। আমরা স্বপ্ন দেখি একটি নিরাপদ ও মর্যাদাসম্পন্ন সমাজের যেখানে দেশের প্রতিটি নাগরিক তার মৌলিক অধিকার পাবে এবং মর্যাদার সাথে জীবনযাপন করতে পারবে। আমাদের সংগঠনের প্রাথমিক কার্যক্রম শুরু হয় মাদক বিরোধী অভিযান ও প্রচার প্রচারণা নিয়ে। কারন আপনারা জানেন কক্সবাজার শহরটি একটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একটি সুন্দর সমাজ বিনির্মানে ইয়ুথদের ভূমিকা অপরিসীম। সেই জায়গা থেকে লোকাল ইয়ুথদের মাদক থেকে দূরে রাখা বেশ জরুরি এবং কঠিন বিষয়ও। তাই আমরা মাদক, জলবায়ু, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে নিজেদেরকে উজাড় করে দিতে চায়।
সাংবাদ বিজ্ঞপ্তি: 






















