নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রতিযোগিতার বিষয় ছিল— “বিদ্যালয় নয়, বরং পরিবারই শিশুর শ্রেষ্ঠ শিক্ষক”।
চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বী দুই দলকে পরাজিত করে সীমান্ত এলাকা তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী বিতার্কিকরা উপজেলা চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নেয়।এছাড়া, অসাধারণ যুক্তি, বক্তব্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে সবার দৃষ্টি কাড়েন বিদ্যালয়টির ৫ম শ্রেণির শিক্ষার্থী নুরিয়ান হাসান। তিনি অর্জন করেন “শ্রেষ্ঠ বক্তা”এর সম্মাননা।
নুরিয়ান হাসান সাংবাদিক মাহমুদুল হাসানের কন্যা, মাহমুদুল হাসান দৈনিক কক্সবাজার বার্তার সাংবাদিক হিসেবে নাইক্ষ্যংছড়িতে কর্মরত।
উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্র ও ইউআরসি ইনস্ট্রাক্টর নুরুল আজিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, সহকারী শিক্ষক আবদুর রহিম, এ এস এম আলমগির, হেলাল উদ্দিন, এবং রুবায়েদ নাহিদ নূরসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন বলেন,
“প্রথমেই এরকম একটি আয়োজনের জন্য উপজেলা শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে বিশ্বমঞ্চে উপস্থাপন করাই একজন শিক্ষকের প্রকৃত কাজ। এই বিজয় তাদের শিক্ষা জীবনের স্বপ্নগুলোকে আরও বেগবান করবে বলে আশা করছি। যাত্রাপথে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা”।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের এই আয়োজন শিশুদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশে অনুপ্রেরণা জোগাবে— এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক 












