দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন রামুর বৃহত্তর গর্জনিয়ার প্রয়াত চেয়ারম্যান ইসলাম মিয়া চৌধুরীর দ্বিতীয় সন্তান হাবিব উল্লাহ চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি টিটিএনের বিশেষ প্রতিবেদক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর বাবা।
জানা যায়, হাবিব উল্লাহ চৌধুরী কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে তিনি গত এক মাস ধরে কক্সবাজার সদর হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল, চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল ও সার্জিস্কোপ হসপিটাল ইউনিট-২-এর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত জানিয়েছে টিটিএন পরিবার।
নিজস্ব প্রতিবেদক 

















