পোকখালীর পশ্চিম গোমাতলী চরপাড়ায় গেলো ১৪ই অক্টোবর ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মরহুম সিরাজুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে ঈদগাহ মানবিক ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
২২ অক্টোবর (বুধবার) দুপুর ২টায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি ও সাংগঠনিক সম্পাদক জুবাইর।
ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদের সার্বিক তত্ত্বাবধানে এ আর্থিক সহযোগিতা স্পন্সর করেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও ঈদগাঁও বাহাজা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির সিইও হাসনাত মোহাম্মদ বিজয়।
অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়লে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়ায় সংগঠনটি। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















