মিয়ানমার থেকে সীমান্ত পিলার ৪৪ ব্যবহার করে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চিকনপাতাঝিরি গ্রামে বিপুল ইয়াবা মজুদ করে একটি চক্র। এমন খবরে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশেষ অভিযান চালায় নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি।
বিজিবি জানায়- জারুলিয়াছড়ি সীমান্ত ফাঁড়ি (বিওপি) এলাকার সীমান্তের ৪৪ নম্বর পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলাকায় অভিযান পরিচালনাকালে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান, জব্দ করা এই ইয়াবার চালানটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে এনে মাদক কারবারিরা মজুদ করেছিল। সময় ও সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার পরিকল্পনা ছিল তাদের।
লে. কর্নেল কায়েস আরও বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির কঠোর তৎপরতার কারণে চোরাকারবারিরা বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে এবং প্রায় ৭০ শতাংশ পর্যন্ত চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
হাফিজুল ইসলাম চৌধুরী: 





















