বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীর হলদ্যাশিয়া গ্রামের ৯ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের সাত ঘন্টার মধ্যে অভিযুক্ত রাসেল বড়ুয়া প্রকাশ ভোছাইক্কাকে স্থানীয় জনতার সহায়তায় রামুর ঈদগড়েন গহীন বন থেকে আটক করেছে পুলিশ। তার বাড়ি নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে। বাবার নাম সুজন বড়ুয়া।
স্থানীয় সাংবাদিক সরওয়ার জাহান বলেন- রোববার (১২ অক্টোবর) সকালে বাইশারী-ঈদগড় সড়কের গহীন জঙ্গল জোর পূর্বক ধর্ষণের ওই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ধর্ষণকারীকে ধরতে জনতা-পুলিশ মাঠে নামে। সকলের প্রচেষ্টায় সে দ্রুত সময়ে আটক হয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক নিজেই অভিযানে ছিলেন। তিনি বলেন-স্থানীয়দের সার্বিক সহযোগিতায় ধর্ষণকান্ডে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।