আজ কক্সবাজারের বর্ষীয়ান সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রিয়তোষ পাল পিন্টুর মৃত্যুবার্ষিকী।
প্রিয়তোষ পাল পিন্টু কক্সবাজারের সাংবাদিকতা জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জিতেন্দ্র মোহন পাল এবং মাতার নাম বন্ধু বালা পাল। তিনি ১৯৬৫ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগ মুজিববাদী ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগ নামে বিভক্ত হলে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন এবং পঁচাত্তর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনেই তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। ১৯৭২ সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক দেশবাংলা ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনপদ-এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৫ সালে তিনি দৈনিক সংবাদ-এ যোগ দেন এবং অসুস্থ হওয়া পর্যন্ত ওই পত্রিকার কক্সবাজার জেলা নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯২ সালে দৈনিক পূর্বকোণ-এর সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীতে ওই পত্রিকার কক্সবাজার অফিস প্রধান হিসেবে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি কক্সবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক স্বদেশবাণী, দৈনিক কক্সবাজার, দৈনিক সৈকত, দৈনিক আজকের দেশবিদেশ, দৈনিক আজকের কক্সবাজার, দৈনিক ইনানী এবং দৈনিক আপনকণ্ঠ-এর সঙ্গে প্রতিষ্ঠালগ্নে বা বিভিন্ন সময়ে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সাংবাদিক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক, কয়েকবার কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
প্রিয়তোষ পাল পিন্টু কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি, সাময়িকী প্রকাশনা ও ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন সাহিত্য-সংস্কৃতি সংগঠনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কক্সবাজার সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়কও ছিলেন।
মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কক্সবাজারের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম লেখেন তিনি দৈনিক সংবাদ ও পূর্বকোণ-এ। কক্সবাজারের মুক্তিযুদ্ধ নিয়ে যারা লেখালেখি করেছেন, প্রায় সবাই প্রিয়তোষ পাল পিন্টুর রেফারেন্স ব্যবহার করেছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি চালিয়ে গেলেও তাঁর একক গ্রন্থ কক্সবাজারের রাজনীতি ও মুক্তিযুদ্ধ ২০১৮ সালের এপ্রিল মাসে চট্টগ্রামের প্রজ্ঞালোক প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তিনি ২৪ সেপ্টেম্বর ২০২৩, কলকাতায় মৃত্যুবরণ করেন।
সংগৃহীত জীবনবৃত্তান্ত