বিজিবি কক্সবাজার রিজিয়নের ৩৪ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা নিয়েছে সীমান্ত এলাকার ৪ শতাধিক বাসিন্দা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নাইংক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ৩৪ বিজিবি।
সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজন পরিচালনা করেছেন ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক
লে. কর্নেল এস এম খায়রুল আলম। এ সময় তিনি বলেন, সীমান্তের বাসিন্দারা ভালো থাকলে বিজিবিও ভালো থাকবে, তাই সীমান্তের বাসিন্দাদের জন্য এ আয়োজন।
তিনি আরও জানান, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু, উত্তরপাড়া, কোনারপাড়া, পশ্চিমপাড়া, বেতবুনিয়া ও জলপাইথলী এলাকার ৪ শতাধিক মানুষ মেডিকেল ক্যাম্পে এসে সেবা নিয়েছেন, এ সময় প্রয়োজনীয় ঔষুধপত্রও সরবরাহ করা হয় বলে জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবির কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় তিনি বলেন, বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।