ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসনের কর্মচারী নজরুল ইসলাম আর নেই: মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে ৫ দিন বৃষ্টির আভাস টেকনাফ পাহাড়ে পাচারকারীদের হাতে জিম্মি ২২ নারী-পুরুষ উদ্ধার ভুয়া কাগজে জমি দখলের চেষ্টা, আদালত রায় দিলো প্রকৃত মালিকের পক্ষে পেকুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ সাগরে ঘূর্ণিঝড় মোনথা, ২ নম্বর সংকেত সাংবাদিক আব্দুল আজিজের পিতৃবিয়োগ: জানাজা বাদ মাগরিব পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে অনলাইন জুয়ার ২ এজেন্ট আটক উচ্চশিক্ষা নিশ্চিত করতে কক্সবাজারে দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন চায় শিবির টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার মহেশখালীতে পুলিশের অভিযানে আটক-১ সাংবাদিক হাফিজের বাবার জানাজা সোমবার সকাল ১০ টায় সাংবাদিক হাফিজের বাবার ইন্তেকাল: টিটিএনের শোক “গোলদীঘিতে ধরা পড়া কাতলা মাছটি ১১ কেজি নয়, প্রকৃত ওজন ৬ কেজি” আসছে “মন্থা”, কক্সবাজারে বৃষ্টি

মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি আবু সৈয়দ (২৫) গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মহেশখালীর ইউনুসখালীতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনালা বন্দুক, দুটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়ায় কোহেলিয়া নদীর ব্রিজ এলাকায় টহলরত পুলিশ দলের ওপর সশস্ত্র হামলা হয়।
এ সময় মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া, কনস্টেবল মাসুদ হোসেন ও সোহেল রানা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরদিন মহেশখালী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার সাইফ উদ্দিন বলেন, আবু সৈয়দ এই হামলার মূল পরিকল্পনাকারী। সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আবু সৈয়দ মহেশখালী উপজেলার ইউনুসখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের কর্মচারী নজরুল ইসলাম আর নেই: মঙ্গলবার সকাল ১০ টায় জানাজা

This will close in 6 seconds

মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি আবু সৈয়দ (২৫) গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মহেশখালীর ইউনুসখালীতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনালা বন্দুক, দুটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়ায় কোহেলিয়া নদীর ব্রিজ এলাকায় টহলরত পুলিশ দলের ওপর সশস্ত্র হামলা হয়।
এ সময় মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া, কনস্টেবল মাসুদ হোসেন ও সোহেল রানা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরদিন মহেশখালী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার সাইফ উদ্দিন বলেন, আবু সৈয়দ এই হামলার মূল পরিকল্পনাকারী। সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আবু সৈয়দ মহেশখালী উপজেলার ইউনুসখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে।