রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার স্বার্থে প্যানেল চেয়ারম্যান মনিরুল আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছে জেলা প্রশাসন।
৬ আগস্ট (বুধবার) জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়- গত ২৬ জুলাই রাতে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী রাজনৈতিক মামলায় পুলিশের হাতে আটক হন। আটক হওয়ার আগের দিন তার স্বাক্ষরিত একটি চিঠিতে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য সাজেদা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করেন। কিন্তু পরিষদের বাকি ৭ জন সদস্য প্যানেল চেয়ারম্যান-১ ও গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল আলমকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করার জন্য রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলামকে লিখিতভাবে জানান। পরবর্তীতে পরিষদের বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহন করে জেলা প্রশাসন।
এদিকে নবনিযুক্ত গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেন- গর্জনিয়াবাসীকে সুন্দরভাবে সেবা দেওয়াই তার প্রধান উদ্দেশ্য।