টেকনাফ উপজেলার হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কুতুদিয়া উপজেলার কৃতি সন্তান মাস্টার শাহাবুদ্দিন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। একজন শিক্ষক যিনি সারাজীবন ছাত্রদের গড়েছেন, আলোর পথ দেখিয়েছেন, সেই মানুষটিই আজ নিজেই কঠিন রোগে জীবনযুদ্ধের মুখোমুখি। তিনি টেকনাফের হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও গণিত বিভাগে কর্মরত আছেন।
জানা যায়, মাস্টার শাহাবুদ্দিন ক্যান্সার নামক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসার জন্য ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।বর্তমানে তিনি চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসার জন্য সহায়-সম্পত্তি, সঞ্চয়, সম্বল যা ছিল সবই শেষ হয়ে গেছে। এখন চিকিৎসা সম্পূর্ণরূপে নির্ভর করছে মানুষের সাহায্যের উপর।
চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিপুল অর্থের প্রয়োজন, যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
প্রাক্তন ছাত্রছাত্রী, সহকর্মী ও এলাকাবাসীর কাছে সাহায্যের আবেদন জানান তিনি। তাঁর দীর্ঘদিনের অবদান কে সম্মান জানিয়ে এখন সময় এসেছে এই শিক্ষক এর পাশে দাঁড়ানোর।
শিক্ষকের পরিবার জানায়,মাস্টার শাহাবুদ্দীন ছিলেন মানুষ গড়ার কারিগর,আর আজ তিনিই মানুষের সাহায্যের অপেক্ষায় আছেন। এই শিক্ষককে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষ ও তাঁর প্রিয় ছাত্রছাত্রী কে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
সাহায্য পাঠানো যাবে,
বিকাশ পার্সোনাল – 018 1389 2223
পরিবারের সাথে যোগাযোগ: 018 1389 2223।