ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার বেলা ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক।
ওসি মাশরুরুল বলেন, আহত মোহাম্মদ হোসেন (৩৩) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার বাঁচা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ঘটনার বর্ণনায় বলেন, সকালে মোহাম্মদ হোসেন সহ আরও ২/৩ জন বাঁশ কাটতে ওই বনে যান। এক পর্যায়ে তারা ওই এলাকার ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়েন। এসময় আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
“এসময় স্থানীয়রা মোহাম্মদ হোসনকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”