কক্সবাজার জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। ২০২৪ সালে যেখানে পাসের হার ছিল ৮৩ দশমিক ৬৩ শতাংশ, ২০২৫ সালে তা নেমে এসেছে ৭০ দশমিক ৭৬ শতাংশে। অর্থাৎ, পাসের হার কমেছে প্রায় ১৩ শতাংশ।
একইসঙ্গে বেড়েছে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা, কমেছে পরীক্ষার্থীর সংখ্যাও। সর্বমোট অকৃতকার্য হয়েছে ৫৯২২ জন।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২০ হাজার ৩৮২ জন। এদের মধ্যে অংশগ্রহণ করেছে ২০ হাজার ২৫৫ জন। পাস করেছে মাত্র ১৪ হাজার ৩৩৩ জন।
এ বছর ছাত্র পরীক্ষার্থী ছিল ৮ হাজার ৫৪৯ জন, অংশ নেয় ৮ হাজার ৫১৭ জন এবং পাস করেছে ৬ হাজার ৬৬ জন। ছাত্রদের পাসের হার দাঁড়িয়েছে ৭১ দশমিক ২২ শতাংশ, যা গত বছরের তুলনায় ১২ দশমিক ৪৪ শতাংশ কম।
ছাত্রী পরীক্ষার্থী ছিল ১১ হাজার ৮৩৩ জন, অংশ নেয় ১১ হাজার ৭৩৮ জন এবং পাস করেছে ৮ হাজার ২৬৭ জন। পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৪৩ শতাংশ, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২১ শতাংশ কম।
২০২৪ সালে জেলায় পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৭ জন, অংশ নেয় ২১ হাজার ৮৭৯ জন এবং পাস করে ১৮ হাজার ৩০০ জন। সেই তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৬২৪ জন এবং ফেল করেছে গত বছরের তুলনায় ২ হাজার ৩৪৩ জন বেশি শিক্ষার্থী।