ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আস্থা গড়ার বদলে চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার সমুদ্রবন্দর থেকে নামল সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটে জাতিসংঘের দ্বৈত ন্যারেটিভ: কেন এই দ্বন্দ্ব? উখিয়া হাসপাতালের ২ টন ময়লা অপসারণ করলো বিডি ক্লিন টিম মাতারবাড়িতে শ্রমিক দলের সভাপতি মামুনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মধ্যরাতে ইডেন গার্ডেনের ‘ছাদ থেকে পড়ে’ যুবকের মৃত্যু! বাঁকখালী নদীর তীরে পুনঃদখল উচ্ছেদে প্রশাসনের ফের অভিযান টেকনাফে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ নাফ নদীতে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রায়োন্ডা’ উন্মোচন ৩৯ জন নারী শিশু আটকে ছিলো পাহাড়ে! রাজা কংসনারায়ণের দূর্গা পূজা ও সমাজের ঐক্য ডিসেম্বরে সাকিব আল হাসানকে নিয়ে দেশে ফিরছেন সেফুদা! সু’মু’দ ফ্লো’টি’লা’য় পৌঁছে গেলো টিটিএনের সংবাদ, শহীদুল আলমের ফেসবুক পোস্ট..

ইসলামপুরে রেলওয়ের জায়গা দখলের চেষ্টা : বাঁধা দেওয়ায় চেয়ারম্যান ও গ্রাম পুলিশের উপর হামলা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউপির মধ্যম নাপিতখালী এলাকায় রেলওয়ের জায়গা দখলে বাঁধা দেওয়ায় স্থানীয় চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন ও গ্রাম পুলিশের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, রবিবার (৬ই জুলাই) সকালে মধ্যম নাপিতখালীর রেললাইনের পাশের একাংশ নিজের বলে দাবি করে ঘেরাবেড়া দিচ্ছিলেন হালিমুল্লাহ্। এসব দেখে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে, চেয়ারম্যান ঐ ওয়ার্ডের গ্রাম পুলিশ লাল মিঞাকে ঘটনাস্থলে পাঠান এবং ঘেরা দিতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে।

এ বিষয়ে গ্রাম পুলিশ লাল মিঞা জানান, ঘটনাস্থলে গেলে হালিমুল্লাহ্ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে মারধরও করেন। পরে নিরুপায় হয়ে ফিরে গিয়ে চেয়ারম্যানকে সব বিষয় খুলে বলেন তিনি।

চেয়ারম্যান দেলোয়ার হোছাইন জানান, রেললাইনের পাশের জমি দখল ও চৌকিদার লাল মিঞার উপর হামলার ঘটনা শুনে তিনি দুপুর ৩টায় ঘটনাস্থলে যান। তবে তার উপস্থিতিতেও চলে ঘেরা দেয়ার কাজ। এসময় বাঁধা দিলে, অশালীন ভাষায় গালিগালাজ করে তার উপর হামলা করে এবং গ্রাম পুলিশ ও স্থানীয়রা বাঁধা দিলে পরিষদের গ্রাম পুলিশ লাল মিঞা ও স্থানীয় সালাহ্ উদ্দিন’কে মারধর করে হালিমুল্লাহ্ ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন।

চেয়ারম্যান দেলোয়ার আরও জানান, হালিমুল্লাহ্ নিজের দাবি করে যে জাগায়টি দখলে নিচ্ছিলো, জায়গাটি মুলত রেলওয়ে কতৃপক্ষের। যেটি এখন একই এলাকার মাষ্টার শফি, সাবেক মেম্বার দুলাল, মাওলানা মনছুর আলম, জসিমসহ্ বেশ কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এ জায়গাটি দখলে নিতে হালিমুল্লার এমন কর্মকাণ্ড আইনের পরিপন্থি।

অন্যদিকে হালিমুল্লাহ’র ভাই সাইফুল ইসলাম জানান, জায়গাটি ইতিপূর্বে আমাদের ছিল, বর্তমানে রেলওয়ের জায়গা। তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গাছের চারা রোপণ করার জন্যে গেলে চেয়ারম্যান দেলোয়ার হুসাইন এর ভাই কর্তৃক হালিমুল্লাহ্ সহ্ বেশ কয়েকজনের উপর হামলা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ ছুড়ছেন তিনি।

সর্বশেষ এ ঘটনায় আহতরূ চিকিৎসাধীন রয়েছে এবং ঈদগাঁও থানায় এজহার দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান জানান ঘটনাটি শুনেছি, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় বক্তারা: ‎কুতুবদিয়ার অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের বিকল্প নেই ‎

This will close in 6 seconds

ইসলামপুরে রেলওয়ের জায়গা দখলের চেষ্টা : বাঁধা দেওয়ায় চেয়ারম্যান ও গ্রাম পুলিশের উপর হামলা

আপডেট সময় : ১১:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউপির মধ্যম নাপিতখালী এলাকায় রেলওয়ের জায়গা দখলে বাঁধা দেওয়ায় স্থানীয় চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন ও গ্রাম পুলিশের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, রবিবার (৬ই জুলাই) সকালে মধ্যম নাপিতখালীর রেললাইনের পাশের একাংশ নিজের বলে দাবি করে ঘেরাবেড়া দিচ্ছিলেন হালিমুল্লাহ্। এসব দেখে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে, চেয়ারম্যান ঐ ওয়ার্ডের গ্রাম পুলিশ লাল মিঞাকে ঘটনাস্থলে পাঠান এবং ঘেরা দিতে বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে।

এ বিষয়ে গ্রাম পুলিশ লাল মিঞা জানান, ঘটনাস্থলে গেলে হালিমুল্লাহ্ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক পর্যায়ে মারধরও করেন। পরে নিরুপায় হয়ে ফিরে গিয়ে চেয়ারম্যানকে সব বিষয় খুলে বলেন তিনি।

চেয়ারম্যান দেলোয়ার হোছাইন জানান, রেললাইনের পাশের জমি দখল ও চৌকিদার লাল মিঞার উপর হামলার ঘটনা শুনে তিনি দুপুর ৩টায় ঘটনাস্থলে যান। তবে তার উপস্থিতিতেও চলে ঘেরা দেয়ার কাজ। এসময় বাঁধা দিলে, অশালীন ভাষায় গালিগালাজ করে তার উপর হামলা করে এবং গ্রাম পুলিশ ও স্থানীয়রা বাঁধা দিলে পরিষদের গ্রাম পুলিশ লাল মিঞা ও স্থানীয় সালাহ্ উদ্দিন’কে মারধর করে হালিমুল্লাহ্ ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন।

চেয়ারম্যান দেলোয়ার আরও জানান, হালিমুল্লাহ্ নিজের দাবি করে যে জাগায়টি দখলে নিচ্ছিলো, জায়গাটি মুলত রেলওয়ে কতৃপক্ষের। যেটি এখন একই এলাকার মাষ্টার শফি, সাবেক মেম্বার দুলাল, মাওলানা মনছুর আলম, জসিমসহ্ বেশ কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এ জায়গাটি দখলে নিতে হালিমুল্লার এমন কর্মকাণ্ড আইনের পরিপন্থি।

অন্যদিকে হালিমুল্লাহ’র ভাই সাইফুল ইসলাম জানান, জায়গাটি ইতিপূর্বে আমাদের ছিল, বর্তমানে রেলওয়ের জায়গা। তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গাছের চারা রোপণ করার জন্যে গেলে চেয়ারম্যান দেলোয়ার হুসাইন এর ভাই কর্তৃক হালিমুল্লাহ্ সহ্ বেশ কয়েকজনের উপর হামলা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ ছুড়ছেন তিনি।

সর্বশেষ এ ঘটনায় আহতরূ চিকিৎসাধীন রয়েছে এবং ঈদগাঁও থানায় এজহার দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান জানান ঘটনাটি শুনেছি, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।