Thursday, May 9, 2024

মনোনয়ন কিনতে ‘উপচে পড়া ভীড়’ কক্সবাজার-৩ আসনের!

বিশেষ প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শনিবার থেকে শুরু হয়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ। দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরাও মনোনয়ন ফরম কিনছেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহের দিক থেকে কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ফরম সংগ্রহ করেছে কক্সবাজার -৩ (সদর- রামু -ঈদগাঁও) আসন থেকে।

এ আসন থেকে এখন পর্যন্ত দুইদিনে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

যারা সংগ্রহ করেছেন তারা হলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল অব. ফোরকান আহমেদ, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মিজান সাঈদ, রামু উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম।

তবে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানা গেছে। এছাড়াও ফরম সংগ্রহ করতে পারেন আরো অন্ততঃ ডজন খানেক নেতা।

এবিষয়ে জেলা আওয়ামীলীগের এক নেতা বলেন, সকলেরই ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে৷ আওয়ামী লীগ বড় দল হিসেবে এখানে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক। আর কক্সবাজার -৩ আসনটি বিশেষ গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে প্রতিযোগিতাও বেশি থাকাটা অস্বাভাবিক নয়।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page