Friday, May 17, 2024

কক্সবাজারে ইকোফিশ-২ প্রকল্পের কর্মপরিকল্পনা ও কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ মোরশেদ

ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্প, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ কক্সবাজার জেলায় মৎস্য অধিদপ্তর, মৎস্য গবেষণা ইন্সটিটিউট ও বিএফডিসির কর্মকর্তাদের সাথে এক কর্মশালা আয়োজন করে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রকল্পের পঞ্চম বছরের কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ আলমগীর বলেন, ‘বাংলাদেশ মৎস্য অধিদপ্তর, সমুদ্র, উপকূল, সামুদ্রিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যজীবী মানুষের ভাগ্য উন্নয়নের; তথা ব্লু ইকোনোমিকে আরও সমৃদ্ধ ও সচল করতে নানা ধরণের কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইউএসএআইডি’র ইকোফিশ ২ প্রকল্প মৎস্য অধিদপ্তরের নানা উদ্যোগ ও কার্যক্রমে বরাবরই সফলভাবে সমন্বয় করেছে। এসডিজি লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং পরিকল্পনা বাস্তবায়নে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ইকোফিশ ২’র কর্ম উদ্যোগ ও পরিচালনাকে আমি সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরও সফল সমন্বয় আশা করছি।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page