Tuesday, May 7, 2024

কীটনাশক পানে ঢাবির সাবেক ছাত্রীর আত্মহত্যা

টিটিএন ডেস্ক:

রাজধানীর আজিমপুরে কীটনাশক পানে ঋতু কর্মকার (২৭) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার টার দিকে ঢামেকের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত ঋতু রাজশাহীর বাঘা থানার আড়ানি গ্রামের নিলেন কর্মকারের সন্তান। আজিমপুরে একটি বাসায় থাকতেন তিনি।

ঋতুর সহপাঠী উর্মি জানান, ঋতু ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আজিমপুরের বাসায় কীটনাশক পানে অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। আজ দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

তবে ঋতু কী কারণে কীটনাশক পান করেছেন সে বিষয়ে উর্মি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page