Thursday, May 9, 2024

কক্সবাজারে কর্মরত ঢাবি প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও মিলন মেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) তারকা মানের একটি হোটেলে কক্সবাজারে বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১৫ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাঁদের কয়েকজনের পরিবার পরিজন ইফতার ও মিলন মেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে জ্যেষ্ঠদের ভিতরে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা, মুক্তি কক্সবাজারের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বাহাদুর, ইউএনএইচসিআর লাইভলিহুড অফিসার সুব্রত কুমার চক্রবর্তী, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে, ব্র্যাকের মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচীর কক্সবাজার অফিসের ভারপ্রাপ্ত প্রধান রেজাউল করিম বক্তব্য রাখেন ও উপস্থিত সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানটির সংগঠক ব্র্যাকের পার্টনারশিপ এন্ড ক্যাপাসিটি, পুলড ফান্ড ম্যানেজার নাইম আহমেদ জানান, কক্সবাজারে বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মিলে এ ধরণের মিলন মেলা ২০২১ সাল থেকে প্রতিবছরই করে আসছেন এবং ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কক্সবাজারে আরও বড় পরিসরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করার পরিকল্পনা আছে তাঁদের।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page