Sunday, April 28, 2024

এসএসসি ও সমমানের পরীক্ষায় তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৭ জন

 

সানজীদুল আলম সজীব:

সারাদেশের ন্যায় কক্সবাজারেও অনুষ্ঠিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) দাখিল পরীক্ষার তৃতীয় পরীক্ষা শেষ হয়েছে। তৃতীয় দিনে ইংরেজি ১ম পত্র পরীক্ষা সম্পন্ন হয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ২৪৭ জন শিক্ষার্থী। যার মধ্যে এসএসসিতে ১৮৭ জন, দাখিলে ৪৬ জন ও এসএসসি ভোকেশনাল এ ১৪ জন।

মঙ্গলবার (২০ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এসএসসির তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিলে (ভোকেশনাল)। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ৫৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৩১৮ জন। তার মধ্যে এসএসসি পরীক্ষা কেন্দ্র ৩১টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৪টি, কারিগরি পরীক্ষা কেন্দ্র ৮টি। জেলায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২১ হাজার ৮৯৭ জন, দাখিলে ৬ হাজার ৯৪৪ জন, কারিগরিতে ১ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী বলে জানা গেছে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page