Thursday, May 9, 2024

দুটি ক্লাবের ভোটাধিকার বাতিল:জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনী কার্যক্রম স্থগিত

সানজীদুল আলম সজীব:

আসন্ন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ইং ৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনার বিভীষণ কান্তি দাশ এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায় , নিয়ম বহির্ভূত ভাবে ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ ও বাঁশকাটা খোলোয়াড় সমিতি নামে দুইটি ক্লাবকে ভোটার তালিকা থেকে বাদ দেয়ায় বিভাগীয় কমিশনার কার্যলয়ে আপত্তি জানায় ক্লাব দুটি।

আপত্তির প্রেক্ষিতে আগামী ০৫ ফেব্রুয়ারি আবেদনের শুনানি থাকার কারণে ০৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কর্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন।

অভিযোগ আছে এজিএম(বার্ষিক সাধারণ সভা) না করা এবং ভোটাদের খসড়া তালিকা প্রকাশ না করে তফসিল ঘোষণার নিয়ম অনুযায়ী অবৈধ। পাশাপাশি তফসিলে শুনানির সময় না রাখা এবং চুড়ান্ত খসড়া তালিকা প্রকাশ না করা সহ বেশ কিছু অভিযোগ আছে জেলা ক্রীড়া সংস্থা’র বিরুদ্ধে।

আগামী ১৭ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ইং হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল সর্বশেষ ২০২০ সালে।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page