ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় একই পরিবারের ১৩ জনসহ ৪৬ জনের মৃত্যু জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন : প্রধান উপদেষ্টা তারেক জিয়া দেশে ফিরছেন ২৮ জুলাই! কচ্ছপিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ইয়াবা বিক্রি: ইয়াবা’সহ ধৃত ভুট্টো সালাহউদ্দিন আহমদের জন্মদিনে কক্সবাজার জেলা ছাত্রদলের নানা আয়োজন কক্সবাজার সরকারি কলেজ একাউন্টিং ক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত, অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানকে ফুলেল শুভেচ্ছা আগামী ২০ জুলাই থেকে শহীদ দৌলত ময়দানে হবে বৃক্ষ মেলা সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আবছারের পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের ১ লক্ষ টাকা অনুদান গর্জনিয়ার বড়বিল থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার : পৃথক ঘটনায় দুজন আটক উখিয়ার গফুর চেয়ারম্যানের দুই দিনের ‘রিমান্ড’ মঞ্জুর র‍্যাব পরিচয়ে রোহিঙ্গা অপহরণ! দশজন ‘মূর্তি’ নিয়ে মেসি একা কী করবেন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অধিকতর কার্যকর ভূমিকা চেয়েছে বিএনপি

৪৭, ৭১ ও ২৪ গৌরবোজ্জ্বল টাইমলাইন- কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি’র বিজয় শোভাযাত্রা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে এক বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রা শহরের হলিডে মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, “১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ আমাদের জাতীয় জীবনের ৩টি ঐতিহাসিক মাইলফলক। ১৯৪৭ এ আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করি। প্রায় ২০০ বছরের গোলামীর জিঞ্জির থেকে আমরা যে অভিপ্রায়ে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়েছিলাম তা আসলে কাঙ্ক্ষিত মুক্তি ছিলো না। এ কারণে সংগ্রামের পথ পরিক্রমায় হাজির হয় ১৯৭১। ”

তিনি বলেন, ” ১৯৭১ এ বাঙ্গালি জাতি পাঞ্জাবি শাসকগোষ্ঠীর নব্য ঔপনিবেশিক শোষণের কবল থেকে মুক্ত হয় ৭১ এর দীর্ঘ নয় মাসের প্রলয়ংকারী জনযুদ্ধের মধ্য দিয়ে। ৭১ এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। কিন্তু এ রাষ্ট্রের উষালগ্নে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের যে বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করা হয়েছিলো, তা থেকে আমরা বিচ্যুত হই।”

২০২৪ এ ছাত্র-নাগরিকের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘটে এবং জাতি আজ নতুন রাজনৈতিক দিশার সন্ধানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলছে উল্লেখ করে সুজা বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ নতুনভাবে জাগ্রত হচ্ছে।

৪৭, ৭১ ও ২৪ কে ঐতিহাসিক আত্মপরিচয়ের গৌরবোজ্জ্বল টাইমলাইন জানিয়ে সুজা জানান, ” জাতীয় নাগরিক কমিটি এ টাইমলাইন সমুন্নত রেখে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠনের মধ্য দিয়ে এক আত্মপ্রত্যয়ী স্বনির্ভর বাংলাদেশ গঠনের সংকল্প করছে।”

শোভাযাত্রায় জাতীয় নাগরিক কমিটির জেলা ও উপজেলা ইউনিটসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগ :

ভোটের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি

This will close in 6 seconds

৪৭, ৭১ ও ২৪ গৌরবোজ্জ্বল টাইমলাইন- কক্সবাজারে জাতীয় নাগরিক কমিটি’র বিজয় শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে এক বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রা শহরের হলিডে মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, “১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ আমাদের জাতীয় জীবনের ৩টি ঐতিহাসিক মাইলফলক। ১৯৪৭ এ আমরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করি। প্রায় ২০০ বছরের গোলামীর জিঞ্জির থেকে আমরা যে অভিপ্রায়ে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়েছিলাম তা আসলে কাঙ্ক্ষিত মুক্তি ছিলো না। এ কারণে সংগ্রামের পথ পরিক্রমায় হাজির হয় ১৯৭১। ”

তিনি বলেন, ” ১৯৭১ এ বাঙ্গালি জাতি পাঞ্জাবি শাসকগোষ্ঠীর নব্য ঔপনিবেশিক শোষণের কবল থেকে মুক্ত হয় ৭১ এর দীর্ঘ নয় মাসের প্রলয়ংকারী জনযুদ্ধের মধ্য দিয়ে। ৭১ এর এই দিনে আমরা স্বাধীনতা অর্জন করি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করি। কিন্তু এ রাষ্ট্রের উষালগ্নে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের যে বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার করা হয়েছিলো, তা থেকে আমরা বিচ্যুত হই।”

২০২৪ এ ছাত্র-নাগরিকের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থান ঘটে এবং জাতি আজ নতুন রাজনৈতিক দিশার সন্ধানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ তুলছে উল্লেখ করে সুজা বলেন, স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ নতুনভাবে জাগ্রত হচ্ছে।

৪৭, ৭১ ও ২৪ কে ঐতিহাসিক আত্মপরিচয়ের গৌরবোজ্জ্বল টাইমলাইন জানিয়ে সুজা জানান, ” জাতীয় নাগরিক কমিটি এ টাইমলাইন সমুন্নত রেখে সংহতি, প্রতিরোধ ও পুণর্গঠনের মধ্য দিয়ে এক আত্মপ্রত্যয়ী স্বনির্ভর বাংলাদেশ গঠনের সংকল্প করছে।”

শোভাযাত্রায় জাতীয় নাগরিক কমিটির জেলা ও উপজেলা ইউনিটসমূহের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।