২৩১ টি প্রতিষ্ঠানকে ১ লাখ টন অপরিশোধিত (ক্রুড) লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪২৯ মেট্রিক টন করে লবণ আমদানি করতে পারবে। অনুমোদনের নির্দেশনায় বলা হয়, ঋণপত্র খোলার সর্বোচ্চ ২ মাসের মধ্যে আমদানি করতে হবে।
এ ক্ষেত্রে অপরিশোধিত লবণ আমদানির করে পরিশোধন করতে হবে। ভোজ্য লবণ হিসেবে বাজারজাত করে তার প্রমাণ দিতে হবে বিসিককে। তা না হলে এসব প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির হুঁশিয়ারিও দেয়া হয় অনুমতি পত্রে।
টিটিএন ডেস্ক: 























