কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ১শ লিটার চোলাইমদ উদ্ধার করেছে। এসময় মদ বহনকরা ১টি সিএনজিসহ ১ কারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে শহরের তারাবনিয়ারছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই চোলাইমদ উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় আটক করা হয় বেলাল উদ্দিন (২১) নামের এক মাদক কারবারিকে। সে রামুর খুনিয়া পালং ইউপির ৪ নং ওয়ার্ডের পূর্ব ধেছুয়া পালংয়ের দানু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : 




















