দ্বীপ কন্যা কুতুবদিয়ার পশ্চিম পাশে ২৩ কিলোমিটার বালিয়াড়ি সৈকতের রয়েছে ব্যাপক পর্যটন সম্ভাবনা। তবে এ নিয়ে ছিলো না কোনো উদ্যোগ। গড়ে ওঠেনি সুস্থ কোনো বিনোদন কেন্দ্র।
অবশেষে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিখ্যাত বাতিঘরের পাশে মিনি পর্যটন স্পট চালু করা হল লাইটহাউস সি-বীচে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ধুরুং বাতিঘর পয়েন্টে উপজেলা নির্বাহি কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পর্যটন কেন্দ্রের উদ্বোধন ঘোষনা করেন।
এসময় তিনি বলেন, অপার সম্ভাবনাময় পর্যটনের যাত্রা শুরু হলো। স্থানীয় এলাকাবাসির সহযোগীতা পেলে দ্বীপের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে এই লাইটহাউস সি-বীচ। ফলে স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হনে এই বিনোদন কেন্দ্রকে ঘিরে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান উদ্যোক্তা দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, সম্ভাবনার মায়া দ্বীপ কুতুবদিয়া প্রকৃতির দান। এ দ্বীপের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়াস আমরা শুরু করেছি। জনগণ ও প্রশাসনের বিষয়টি গুরুত্ব অনুধাবন করে প্রসার ঘটাতে হবে।ফলে সৃষ্টি হবে কর্মসংস্থানের। একদিন হয়তো ভ্রমণ পিপাসুরা সেন্টমার্টিন না গিয়ে সাগর কন্যা কুতুবদিয়া ভ্রমণ করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে থানার নবাগত ওসি মো: মাহবুবুল হক, উপজেলা প্রকৌশলী আবুসউদ্দিন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ মোর্শেদুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: ফরহাদ মিয়া বক্তব্য রাখেন।
উদ্বোধনের দিনে হাজার হাজার পর্যটক ও স্থানীয়দের পদভারে মুখরিত হয়ে উঠে লাইট হাউজ সি-বীচ এলাকা।
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা থেকে বেড়াতে আসা আবদুল হামিদ(২৩) জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি কুতুবদিয়ায় লাইটহাউজ সি-বীচ পর্যটন কেন্দ্র উদ্বোধন করা হবে। আমরা ১০ জন এসেছি। এসে খুবই ভাল লাগছে।
তিনি জানান কক্সবাজার, সেন্টমার্টিন,কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা যাই, এরচেয়ে সুন্দর কুতুবদিয়া সমুদ্র সৈকত। ভ্রমণ পিপাসুদের কুতুবদিয়ায় ঘুরতে আসার আহবান জানান তিনি।
লাইটহাউস সি-বীচ পর্যটন কেন্দ্রের উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে রাতপর্যন্ত চলে উদীয়মান শিল্পী আবরার শাহীনসহ এক ঝাঁক শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আবুল কাশেম 























