আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর প্রকাশ ভিপি বাহাদুর সৌদি আরব সফর শেষে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
গত এক সপ্তাহ ধরে তিনি সৌদিআরবের মক্কা-মদিনায় প্রবাসীদের মাঝে জনসংযোগে অংশ নেন।
শহর জামায়াতের সুরা সদস্য আমিনুল ইসলাম হাসান নিজের ফেসবুকে দুটি ছবি যুক্ত করে এক পোস্টে লিখেছেন, ‘রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর মদিনা থেকে কক্সবাজার উদ্দেশ্যে, সৌদি প্রবাসিরা জননেতা বাহাদুর ভাইকে বিদায় জানানোর মূহুর্তে।’
গত ২৯ ডিসেম্বর স্বশরীরে মনোনয়ন জমা দিলেও ২ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেখানে ভিপি বাহাদুরের মনোনয়ন গৃহীত হয়।
নিজস্ব প্রতিবেদক : 























