সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হয়েছে আর্থিক অনুদান,নির্মান সামগ্রী এবং কোরআন শরীফ।
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের উদ্যোগে বুধবার সকালে সীমান্ত এলাকায় চারশোর বেশী গরীব, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলমের উপস্থিতিতে তুমব্রু ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শীতবস্ত্র এবং অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, গর্জনবুনিয়া এবং রেজুপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ৪০০টি কম্বল, ৫০টি টি-শার্ট, বাচ্চাদের ১০০টি সোয়েটার ও ১০০টি ফুলহাতা গেঞ্জি এবং ২০টি ফুটবল বিতরণ করা হয়েছে।
পাশাপাশি নির্মাণাধীন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান, ৩০ ব্যাগ সিমেন্ট এবং ৩টি হেফজখানায় ৩০টি কোরআন শরিফ এবং ২৮০ টি নুরাণী কায়দা বিতরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























