সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর বাবা ও রামুর গর্জনিয়ার বিশিষ্ট সমাজসেবক হাবিব উল্লাহ চৌধুরীর জানাজা সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় গর্জনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ চমেক থেকে মরদেহ নিয়ে গর্জনিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন স্বজনেরা।
হাবিবউল্লাহ চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল সাড়ে ৪ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছুলো ৭৫ বছর।
তিনি টিটিএনের বিশেষ প্রতিবেদক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরীর বাবা এবং বৃহত্তর গর্জনিয়ার চেয়ারম্যান ইসলাম মিয়া চৌধুরীর দ্বিতীয় পুত্র।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত টিটিএন পরিবার।
নিজস্ব প্রতিবেদক 





















