সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ–৫ অর্জন করেছে কামরুল আজম মুজাহিদ। তিনি কক্সবাজার প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, সহ-সভাপতি এবং দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি কামাল হোসেন আজাদের পরিবারের কনিষ্ঠ সন্তান (১১ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট)।
এর আগে প্রতিটি বোর্ড পরীক্ষাতেই মুজাহিদ অসাধারণ ফলাফল অর্জন করে জিপিএ–৫ পেয়েছে। এই ধারাবাহিক সাফল্য তার একাগ্রতা, অধ্যবসায় ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত।
মেধা, নৈতিকতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ মুজাহিদের এই অর্জন শুধু তার পরিবারের নয় — এটি কক্সবাজার প্রেস ক্লাব ও জেলার সাংবাদিক সমাজের জন্য এক অনুপ্রেরণার উদাহরণ।
তিনি ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিবেদিত করতে চান। এজন্য তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও আন্তরিক শুভকামনা প্রার্থনা করেছেন।
সাংবাদ বিজ্ঞপ্তি: 
























