সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)’র সদস্য ও বৈশাখী টিভির কক্সবাজার প্রতিনিধি খোরশেদ আলম হেলালীর মা সায়েরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) দুপুর আড়াইটায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদে এশা গ্রামের বাড়ি রামু উপজেলার রশিদনগর কাহাতিয়া পাড়া নিজ গ্রামে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
খোরশেদ হেলালী’র মাতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
জেইউসি নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা পরিবেশক 






















