কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সাগর পাড়ের বালিয়াড়িতে ২০/৩০ পরিবার বসবাস করে। তারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। বাড়ির শিশু ও নারীরা শীতবস্ত্র থেকে বঞ্চিত। এবার তাদের পাশে দাঁড়ালো তরুণ নেতৃত্বাধীন সংগঠন তারুণ্যের অভিযাত্রিক।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সাগরপাড়ের ঝাউবনে ৪০ শিশুদের শীতবস্ত্র এবং ২০ নারীকে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হিমেল বড়ুয়া হিমু বলেন, ২০১৮ সাল থেকে প্রতিবছর আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নানা সামাজিক কাজ পরিচালনা করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের নিজস্ব তহবিল এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এটা আমাদের প্রথম পর্ব। শীতকালে আরো কয়েক পর্বে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এসময় সাংবাদিক আব্দুর রশিদ মানিক, আসিফুজ্জামান সাজিন, সংগঠনটির সাধারণ সম্পাদক যিশু রাম দে এবং তারুণ্যের অভিযাত্রিক কার ড্রাইভিং কোর্সের প্রশিক্ষক ও সংগঠনের সদস্য তাপস চৌধুরীসহ অনেকে।