কক্সবাজার শহরের অলিগলি ও প্রধান সড়কগুলো কোরবানির বর্জ্য অপসারণে নেমেছেন পৌরসভার ৩০২ জন কর্মী। আর মাঠে ঘুরে এই কার্যক্রম সরাসরি তদারক করতে দেখা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
শনিবার (৭ জুন) সকালে ঈদুল আজহার নামাজের পরপরই কক্সবাজার শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়কে শুরু হয় পশু কোরবানি।
কোরবানির বর্জ্য নেয়ার জন্য ভোর থেকেই প্রস্তুত ছিলেন কক্সবাজার পৌরসভার কর্মীরা। মোট ৩০২ কর্মীর মধ্যে কক্সবাজার পৌরসভার নিজস্ব পরিচ্ছন্নতা কর্মী ও অন্যান্য বিভাগ থেকে এনে কাজে যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কনজারভেন্সী পরিদর্শক কবির হোসেন বলেন,প্রথমে পাড়া-মহল্লার অলিগলি থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে নেওয়া হচ্ছে মূল সড়কে। সেখানে নির্দিষ্ট স্থানে একসঙ্গে জমা করা হচ্ছে বিভিন্নস্থান থেকে সংগ্রহ করা বর্জ্য। এরপর ট্রাক কিংবা ভারী যানে তুলে সেসব বর্জ্য নেওয়া হচ্ছে আবর্জনাগারে।
সকাল ১২টা থেকে ডাম্প ট্রাক,পানির গাড়ি, ভ্যান, কম্পেক্টর, টেলাগাড়ি, পে লোডারসহ অর্ধশতাধিক গাড়ি নিয়ে এসব শ্রমিক পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন বলে জানান তিনি।
এছাড়াও পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিস্কার করছে পরিচ্ছন্নতা কর্মীরা।
হিসেব অনুযায়ী পৌরসভায় এবার প্রায় ১৫০ টন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি আছে বলে জানান মি. কবির।