জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আওয়ামীলীগের পরিণতি থেকে শিক্ষা না নিলে বিএনপিকেও ‘সেইম’ পরিণতির অপেক্ষা করতে হবে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার-প্যাস্টুন ছিঁড়ে ফেলেছে।’
তিনি আরো লিখেন, ‘যেমন লীগ গত ১৬বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেইম পরিণতির জন্যে আপনারাও অপেক্ষা করুন।’
জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার কক্সবাজারে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী, এসময় তার একটি মন্তব্য আলোচনার জন্ম দেয়।
কক্সবাজারে ‘শিলং থেকে গডফাদার’ এসেছে বলা নাসীরের সেই মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ’কে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে দাবীতে জেলা জুড়ে শুরু হয় বিএনপির নেতাকর্মীদের নেতাকর্মীদের প্রতিবাদ।
সন্ধ্যায় প্রতিবাদ মিছিল শেষে এই বক্তব্যের কারণে কক্সবাজারে নাসীরুদ্দিন পাটোয়ারী’কে অবাঞ্চিত ঘোষণা করে জেলা বিএনপি।