শহরের ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ উত্তর পাড়ার নানা অনিয়ম ও সামাজিক উন্নয়নের ধারা আরো উন্নত ও অব্যাহত রাখার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট সমাজ কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে স্থানীয় সমাজের সিনিয়র উপদেষ্টা হাজী অলি আহমদ ও আজিজুর রহমানের স্বাক্ষরিত একটি সামাজিক প্যাডে এই কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে ফরিদুল আলমকে সভাপতি সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া ডাঃ শাহাব উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি,মোঃ ইউনুছ, খোরশেদ আলম, নুরুল ইসলাম ও এন আলমকে সহ-সভাপতি, মিজানুর রহমানকে সিঃ যুগ্ম-সম্পাদক,রিদুয়ান হাসানকে সাংগঠনিক সম্পাদক,মোঃ ছোটনকে সহ সাধারণ সম্পাদক, শাহাবুদ্দিনকে দপ্তর সম্পাদক, হাফেজ নজির আহমেদকে অর্থ সম্পাদক ঘোষণা করা হয়।
আগামী ২ বছরের জন্য গঠিত এই কমিটির অনুমোদন দিয়েছে সমাজের সংশ্লিষ্ট উপদেষ্টারা।
নিজস্ব প্রতিবেদক: 
























