শহরের কলাতলীতে ২৬ ডিসেম্বর রাত ১ টায় ছুরিকাঘাতে মাসুদ হত্যাকান্ডের মামলা দায়ের করা হয়েছে। আলোচিত এই হত্যাকান্ডে একই পরিবারের চার জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।
গেলো মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিহতের বড় ভাই খালেদ মোরশেদ বাদী হয়ে লাইট হাউজ এলাকার বাদশা মিয়ার তিন ছেলে জাহেদ,মেহেদী,সাকিব ও তাদের মা ছালেহা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।
মামলা উল্লেখ করা হয় গেলো বছর ২৬ ডিসেম্বর রাত ১ টার শহরের ১২ নং ওয়ার্ডে লাইট হাউজ এলাকায় সানসেট রিসোর্টের পূর্ব পাশে মামলার ১নং আসামী জাহেদকে মোটরসাইকেল এগিয়ে দেয়ার বিষয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে জাহেদ তার দুই ভাই লসহ কয়েকজনকে ডেকে এনে মোঃ খালেদ মাসুদকে(৩৮)ছুরিকাঘাত করে।
পরে মাসুদকে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে প্রেরণ করে।ঘটনার ৩ দিন পর ২৯ তিসেম্বর রাত ১ টা ৫০ মিনিটে মাসুদ চট্রগ্রাম এভার কেয়ার হাসপাতালে মারা যায়।
ঘটনা আদ্যোপান্ত নিয়ে ‘তিন ভাই মিলে হত্যা করলো মাসুদকে’এই শিরোনামে টিটিএনে সংবাদ প্রচার হলে জাহেদের ভাই মেহেদীকে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুস্ময় দাশ টিটিএনকে জানায়,এই মামলায় ২নং আসামী আটক আছে বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
তানভীর শিপু: 























