বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পেসিফিক বিচ লাউঞ্চ ক্যাফেতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ কক্সবাজারের বিভিন্ন রেস্তোরাঁ মালিকরা। তারা রেস্তোরাঁ ব্যবসায়ীদের নানামুখী সমস্যা, বিশেষ করে উচ্ছেদ অভিযানের প্রভাব ও সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাশেষে সমিতির নেতৃবৃন্দ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদকৃত রেস্তোরাঁ পরিদর্শন করেন। এসময় তারা বলেন, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত রেস্তোরাঁগুলো কক্সবাজারের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই এই খাতের টেকসই উন্নয়নে যৌক্তিক সমাধান প্রয়োজন। অন্যথায় রেস্তোরাঁ মালিক সমিতি বাধ্য হয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
পর্যটননির্ভর কক্সবাজারের অর্থনীতিতে রেস্তোরাঁ শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নয়ন কার্যক্রমের নামে যেন এই খাত ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সমিতি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাংবাদ বিজ্ঞপ্তি: 



















